দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে : শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শনিবার নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে, লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে গত সাড়ে ১৫ বছরে গ্যাস কুপ খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।
এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।