গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
কাভার্ড ভ্যানচাপায় গোপালগঞ্জ ডিএসবির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কাজী মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, দায়িত্ব পালনকালে ভেড়ার বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় গোপালগঞ্জগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সাইফুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সাইফুলের লাশ উদ্ধার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। নিহত পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নোকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।
এদিকে রাত ৭টার দিকে নিহত সাইফুল ইসলামের প্রথম নামাজে জানাজা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মাহবুবুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ পুলিশ কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ নিজ গ্রামের উদ্দেশে ফরিদপুরের সালথার নোকুলহাটি গ্রামে নিয়ে যাওয়া হয়।