জেনেভা ক্যাম্পের বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি, বিচ্ছিন্ন হলো সংযোগ
বছরের পর বছর ধরে বিদ্যুৎ ব্যবহার করে। অথচ, বিল পরিশোধ করে না রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের উর্দুভাষীরা৷ এখানে বকেয়া বিল জমেছে ১৪০ কোটি টাকা। সেজন্য, ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসির শ্যামলী কন্ট্রোল৷ এরপর থেকে অন্ধকারে রয়েছে জেনেভা ক্যাম্পের লোকজন।
আজ ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগের বিষয়ে আদালতে একটি মামলা ছিল। সে মামলা কয়েক মাস আগেই নিষ্পত্তি হয়েছে। ফলে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।
এ কে আজাদ বলেন, ১৫-২০ দিন আগে আমরা ক্যাম্প নেতাদের সঙ্গে মিটিং করেছি। আমরা তাদের লিখিত চিঠিও দিয়েছি। আমরা বলেছি, প্রথমে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার নিতে, এরপর আবাসিকে মিটার নিতে৷ আমরা তাদের সময়ও দিয়েছিলাম। তবে সে সময় পার হয়ে গেছে, তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। জেনেভা ক্যাম্পের বকেয়া বিলের পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা।
জেনেভা ক্যাম্পের নেতারা বিদ্যুৎ বিভাগকে মিটার নিয়ে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে লিখিতভাবে জানালে বিদ্যুৎ সংযোগ চালু করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী।
তবে এ কে আজাদ মনে করেন, একই সঙ্গে পুরো জেনেভা ক্যাম্পকে বৈধ বিদ্যুতের আওতায় নিয়ে আসা কঠিন কাজ।
এদিকে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন জেনেভা ক্যাম্পের বাসিন্দারা। ঘরের বাতির সঙ্গে বন্ধ রান্নাও। কারণ বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে বৈদ্যুতিক চুলায় রান্না করতেন ক্যাম্পের অধিকাংশ বাসিন্দা৷