মেঘনা সেতুতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশরাফুল আলম (১৮) ও অসীম (১৭)। তাঁদের দুজনের বাড়িই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মোটরসাইকেলে করে ওই দুজন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গজারিয়ায় দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেঘনা সেতু অতিক্রম করার সময় দ্রুতগতির গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মোটরসাইকেলটি মেঘনা সেতুর টোল প্লাজা অতিক্রম করার পরই ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত। যে গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। দুজনের মরদেহ ফাঁড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।