রাওয়ার নেতৃত্বে কর্নেল মোহাম্মদ আবদুল হক ও লে. কর্নেল ইরশাদ সাঈদ
কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন লে. কর্নেল (অব.) মো. ইরশাদ সাঈদ।
গতকাল শনিবার ‘রাওয়া কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ ছাড়া দেশের বাইরে অবস্থিত রাওয়ার সম্মানিত ভোটাররা ই-ভোটিংয়ের মাধ্যমে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাওয়ার সদ্যবিদায়ী সেক্রেটারি জেনারল মেজর (অব.) মো. তাইফুর রহমান বিশ্বাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, ‘রাওয়া কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’-এ ১৬টি পদের বিপরীতে সর্বমোট ৫৫জন প্রার্থী অংশগ্রহণ করেন। দুই হাজার ৭০৮ জন ভোটার সরাসরি এবং ১৪০ জন ভোটার অনলাইনে ভোট দেন। সে হিসাবে সর্বমোট ২৮৪৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
রাওয়া কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, সেক্রেটারি জেনারেল হিসেবে এক হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হন লে. কর্নেল (অব.) মো. ইরশাদ সাঈদ।