মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৫ জনকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
চাঁদপুরের নৌসীমানার মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরা লাইটার জাহাজের বিভিন্ন স্টাফ রুমে মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের হামলায় তাদের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বা আহতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় নৌ পুলিশ ও কোস্ট গার্ডের একাধিক টিম কাজ করছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
নৌ-পুলিশ সুপার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। জাহাজটিতে আটজন ছিলেন।
মুশফিকুর রহমান আরও বলেন, 'চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সার বহনকারী আল বাকেরা লঞ্চে দিনে বা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে লঞ্চ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।'