সার বোঝাই জাহাজে ক্রুদের গলা কেটে হত্যা, তদন্ত কমিটি
চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে এক দল ডাকাতের আক্রমণে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এ কমিটিকে জাহাজে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌদুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার ভোরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।