ছয় ঘণ্টা ধরে জ্বলছে সচিবালয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
রাজধানীর সচিবালয়ের আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। গতকাল বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে লাগে এই আগুন, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। অন্যদিকে, উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। সকাল ৭টায় ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। জানা যায়, ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলছে। এর আগে সকাল সাড়ে ৬ টায় সচিবালয়ের সাত নম্বর ভবনের পূর্ব পাশের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিস বলছে, বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।