সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর সচিবালয়ের আগুন সোয়া ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও নির্বাপণের খবর মেলেনি।
গতকাল বুধবার মধ্যরাতে লাগে এই আগুন। উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
ফায়ার সার্ভিস বলছে, বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
আগুন নিয়ন্ত্রণে এলে সচিবালয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন ও ঘটনাস্থল ঘুরে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল।