ফায়ার সার্ভিসের নিহত কর্মী নয়নের বাড়ি রংপুরে
রাজধানীর সেগুনবাগিচায় লাগা আগুন নেভাতে গিয়ে নিহত ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। কাজের উদ্দেশে সচিবালয়ের দক্ষিণ দিকে ১ নম্বর ফটকের সামনে রাস্তায় ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।
গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন সোয়া ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। অন্যদিকে, উদ্ধারে সহায়তা করেছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
এদিকে, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।