ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচে সংরক্ষণের ঘোষণা
সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন, তাদের লাগেজ বিনা মূল্যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানায়, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনা মূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে।
ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে এবং টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ওমরাহ পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।
কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন ভিডিওতে