মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে দুটি মনিটরে জুলাই-আগস্ট এবং গত সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের খুন-গুম আর নির্যাতনের চিত্র প্রদর্শন করা হচ্ছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রদর্শনী শুরু হয়।
সরেজমিন দেখা যায়, প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার, অর্থাৎ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দৃশ্য দেখানো হয়। সে সময় ছাত্র-জনতার ওপর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, গুলি করে হত্যার দৃশ্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোসহ নানা নির্যাতনের ঘটনার প্রদর্শনী করা হয়।
এরপর গত সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগের বিভিন্ন সময়ের খুন-গুম-নির্যাচন, পিলখানা হত্যা, হেফাজতের ওপর শাপলা চত্বরে হত্যা এবং বিভিন্ন সময়ের হামলা-মামলার সময়কার ধারণ করা দৃশ্য দেখানো হয়। এই প্রতিবেদন লেখার সময় দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত মনিটরে বিভিন্ন প্রদর্শনী দেখানো হচ্ছিল। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাইকে ‘দিল্লি না, ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। স্লোগান থামিয়ে বিপ্লবীসহ বিভিন্ন ধরনের গান বাজানো হয় মাইকে।
দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত হওয়া শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছে। এ ছাড়া আন্দোলনের আহতরাও উপস্থিত রয়েছেন।
এদিকে, পৌঁনে তিনটার দিকেও বিভিন্ন ক্যাম্পাস ও কলেজের শিক্ষার্থীদের শহীদ মিনারে মিছিল নিয়ে হাজির হচ্ছে। দুপুর ২টা ৫০ মিনিটে এ অনুষ্ঠানে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘আমাদের আরও কিছু প্রদর্শনী বাকি রয়েছে। সেগুলো এখন দেখানো হবে।’