সাতক্ষীরা সীমান্তে মানবপাচারে জড়িত অভিযোগে নারীসহ আটক ৩
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার লক্ষীদাঁড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সানজিদা (১৯), অমল মন্ডল (৩২) ও নুর ইসলামকে (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ভারত থেকে অবৈধভাবে ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ী এলাকা দিয়ে প্রবেশ করলে সানজিদা (১৯) নামে এক নারীকে আটক করে ভোমরা বিওপির বিজিবির জোয়ানরা। এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশি নাগরিক। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর গ্রামে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্য সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের অমল মন্ডল (৩২) ও নুর ইসলামকে (৩০) আটক করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজিদা স্বীকার করেন, তিনি দুই মাস আগে দালালের মাধ্যমে বিনা পাসপোর্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। আটক হওয়া ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।