দিনাজপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর সদর উপজেলার কালুর মোড় নামক স্থানে শীতার্থ মানুষের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। আজ বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই কম্বল বিতরণ করা হয়।
কালুর মোড়ে অসহায় ছিন্নমূল, অটোচালক, দিনমজুর নারী পুরুষ ও দুস্থ শিশুদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম মানিক।
বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন বিপ্লব কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন।
প্রতি বছরই এই সংস্থা শীতার্ত নিম্ন আয়ের ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে আসছে।