ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, মিলছে না সূর্যের দেখা
গত দুদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পঞ্চগড়। দিনে আলো ফুটলেও দেখা মিলছে না সূর্যের। রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রায়ও পড়েছে প্রভাব। এদিকে, জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দুর্ভোগে পড়েছে জনজীবন।
গতকাল বুধবারের (১ জানুয়ারি) মতো আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবারও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ছয় ডিগ্রি। এ ছাড়া বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এ জেলার শীতার্ত মানুষ। বিশেষ করে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান জানান, তেঁতুলিয়ায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতি ছিল ১০ থেকে ১২ কিলোমিটার। তিনি আরও জানান, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা একটু বেড়েছে। তবে, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।