ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ভারতে আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়। দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন।
হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফেরত আসা চার বাংলাদেশি হলেন–হবিগঞ্জের মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে আকাশ মিয়া (২২), তার স্ত্রী সাথী আক্তার (১৯), আকাশের দেড় বছর বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার ও একই গ্রামের ফরাস উদ্দিনের ছেলে আল আমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়জ্বালা গ্রামের নাছির মিয়ার ছেলে মো. সেজু মিয়ার (২০) সহযোগিতায় টাকার বিনিময়ে চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। বিষয়টি বিএসএফের নজরে পড়লে ১০৪ ব্যাটালিয়ন বিএসএফের সিধাই ক্যাম্পের টহল দল তাদের আটক করে। চার বাংলাদেশিকে আটকের খবর জানতে পেরে বিজিবি তাদের ফেরত আনার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ হরিণখোলা বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ১০৪ ব্যাটালিয়ন বিএসএফের সিধাই ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিএসএফের কাছ থেকে ফেরত আনে বিজিবি।
বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাংলাদেশের স্থানীয় দালাল মো. সেজু মিয়ার সহযোগিতায় টাকার বিনিময়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।
এ বিষয়ে হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাচারকারীকে পলাতক আসামি করে এবং আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।