চাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারি) হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম সরকার, ইসমাইল হোসেন মাস্টার, হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, ব্যবসায়ী মিয়া রিপন, রিপন মেম্বার, আবুল কাসেম মেম্বার, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেল, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আরশাদুল, যুগ্ম আহ্বায়ক আল আমিন, আলভী ইমন প্রমুখ।
টুর্নামেন্ট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া মো. নাদিম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, সহ- সাধারণ সম্পাদক মিয়া মো. নাসির, সিহাব ভুইয়া, কোষাধ্যক্ষ মো. জয়নাল, প্রচার সম্পাদক মো. নাজমুল হাসান, যুবদলনেতা নজরুল ইসলাম, রাকিব মাস্টার, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম সাইদ, ছাত্রদলনেতা মো. মাসুদ, মো. সুমন সরকার প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে রায়েরকান্দি খলিফা পাড়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে মনসুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে।