যৌথবাহিনীর অভিযানে কাউন্সিলর, আইনজীবীসহ গ্রেপ্তার ৯
ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ভাবখালী এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে কাউন্সিলর, আইনজীবীসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান।
ভাবখালী এলাকার কাচারীবাজার নদীর পাড় এলাকায় ওয়ানটেন খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জামালপুরের সাবেক কাউন্সিলার মাসুদ করিম (৫৫), অ্যাডভোকেট কায়কোবাদ হোসেন (৪৯), মর্তুজা রেজা (৬৭), অরুণ খান (৪৫), মোজাম্মেল (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মণ্ডল (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোতোয়ালি মডেল থানার একটি দল অভিযানিক দলসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে তাদের গ্রেপ্তার করে।
আটক কায়কোবাদ হোসেন ঢাকা জজ কোর্টের আইনজীবী ও মাসুদ করিম জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলেও জানান ওসি।
এ সময় জুয়াড়িদের কাছ থেকে একটি পাজেরো জিপ, দুটো প্রাইভেটকার, মোমবাতি, টর্চলাইট, ত্রিপল, তাস, জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
ওসি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখব। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।