মানিকগঞ্জে ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে হত্যা করল দুর্বৃত্তরা
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামে ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লায়লা আরজু দুই সন্তানের জননী।
বৃদ্ধার স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল সাতটার দিকে বাজার করতে বের হন। সকাল পৌনে আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালের দিকে দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে । খবর পেয়ে ঘিওর থানা পুলিশসহ গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।