আট দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুঁশিয়ারি
আট দফা দাবি পূরণ না হলে আগামী ২ ফেব্রুয়ারি থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ দিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ময়নুল ইসলামসহ অন্য নেতারা।
শ্রমিকদের আট দফা দাবি হচ্ছে—সড়ক পরিবহণ আইন ২০১৮-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা অবিলম্বে বাতিল করা, ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে করা মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসা, মেয়াদোত্তীর্ণ সব সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করা, বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করা, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, সিলেটের সব সিএনজিচালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রতার সমাধান করা, সব পরিবহণ শ্রমিকনেতা ও শ্রমিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা।
সমাবেশে এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএর সব দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সব ধরনের জটিলত দূর করা ও যানবাহন ডাম্পিং করা এবং ব্যাটারিচালিত রিকশা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করার দাবি জানান নেতারা।