দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রেজওয়ান পারভেজ (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রেজওয়ান পারভেজ ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আজ সকালে ভুক্তভোগী এক ছাত্রের অভিভাবক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার ১১ ও ১২ বছর বয়সী আবাসিক দুই শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছেন। গত ১৬ মার্চ রাতে অভিযুক্ত শিক্ষক রেজওয়ান পারভেজ এক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে তুলে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এরপর কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে কোরআন শরিফ হাতে নিয়ে শপথ করান। এর আগে গত ১০ মার্চ রাতে অন্য আরেক শিক্ষার্থীকেও একইভাবে বলাৎকার করেন ওই অভিযুক্ত শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরনবীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি আইনিব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।