চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগনেতা আটক
ছেলের বিয়ের অনুষ্ঠান (বৌভাত) থেকে আটক হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই ফখরুল আনোয়ার।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নেভি কনভেনশন হল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের পরিবারের সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল নেভি কনভেনশনে।
পরিবারের দাবি—অনুষ্ঠান চলাকালে ছাত্র পরিচয়ে শতাধিক যুবক বিয়ের খাবার খেয়ে স্লোগান দিতে শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ফখরুল আনোয়ারকে মারধর করে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক যুবক বিনা বাধায় বিয়ের খাবার খেয়ে কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। এরপর তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’-সহ নানা স্লোগান দিতে থাকে এবং ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।
এ সময় ডিবি পুলিশ সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে আটক করে নিয়ে গেছে বলেও গুঞ্জন ওঠে। তবে ডিবি পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি।
ফখরুল আনোয়ারকে আটকের পর নেভি কনভেনশন হলের নিরাপত্তা জোরদার করা হয়। নৌবাহিনীর সদস্যরা গেটে অবস্থান নেয়। ভেতরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হলের বাইরে জড়ো হওয়া কিছু যুবক বলেন, তারা ফেসবুক পোস্ট দেখে সেখানে গিয়েছিলেন, তবে নৌবাহিনীর বাধার কারণে ভেতরে ঢুকতে পারেননি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই চলছে।’
মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আরও জানান, সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বিয়েতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন বলে শোনা গেছে।