ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন উপলক্ষে ডিএমপির নির্দেশনা
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন ও সার্ভিস সড়ক ২০ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৮ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন ও সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ সময়ে ৩০০ ফিট সড়কে চলাচলের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) ও সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
এ বছর ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ যা একতা, বন্ধুত্ব ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রায় ১০ হাজার দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ ছাড়া ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।