বড়াইগ্রাম থানায় নেচে টিকটক ভিডিও বানানো আ.লীগনেত্রী জামিনে মুক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/nator_0.jpg)
নাটোরের বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগনেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। এর আগে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে শিউলী বেগমকে আটক করে পুলিশ। এরপর আজ নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল দুপুরে বড়াইগ্রাম থানা ক্ম্পাউন্ডে প্রবেশ করে মূল ভবনের ফটকে নেচে নিজের টিকটক ভিডিও তৈরি করেন শিউলী বেগম। তিনি বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
বড়াইগ্রাম উপজেলার মৌখড়া এলাকার একটি বিস্ফোরক ও নাশকতার মামলায় শিউলী বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। গত ১ ফেব্রুয়ারি মামলাটি করেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।
আজ বিকেলে শিউলীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তৌহিদুর রহমান সুমনের আদালতে হাজির করা হলে শুনাশি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিনের তথ্যটি নিশ্চিত করেছেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন।