কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/atok.jpg)
রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশের দুই দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাতজন। এদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীও আছেন। গত রোববার দিনগত রাত থেকে শুরু হয় এই অভিযান।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সাতজনের মধ্যে রোববার রাতে পাঁচজন ও সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন আওয়ালীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী, বেতবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিকাশ দে ও ১ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরুল ইসলাম লিটন (৩৫)।
তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে বিভিন্ন স্থান থেকে ওই সাতজনকে আটক করা হয়। যদিও জাকির হোসেন অন্য একটি ঘটনায় আটক হন।
এদিকে, এসএসসি পরীক্ষার্থী আটক হয়েছে বলে সমালোচনা শুরু হলে সে বিষয়ে জানতে চাওয়া হয় ওসির কাছে। তিনি জানান, অভিযান পরিচালন সময় সে এসএসসি পরিক্ষার্থী দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তার বয়স ২০-২১ হবে। পরবর্তীতে জানতে পারি, তিনি ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করে। দুই বছর গ্যাপ দিয়ে ২০২৫ সালে পরীক্ষা দেওয়ার জন্য পুনরায় ফরম পূরণ করে। আটকদের আদালতে তোলা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।