সাভারে অপারেশন ডেভিল হান্টে আরও ১৩ জন গ্রেপ্তার

সাভারে অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
সাভারে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির।
শাহিনুর কবির জানান, গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে একাধিক হত্যা মামলার আসামি। সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের মামা কুটি মোল্লা।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে বলেও জানান শাহিনুর কবির।