খাগড়াছড়ি কারাগারের জেলার অবরুদ্ধ, কারারক্ষীদের সঙ্গে চলছে আলোচনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/khagrachori_karagar_news.jpg)
খাগড়াছড়ি কারাগারের জেলার আকতার হোসেন শেখকে দুপুর ২টা থেকে কারাগারের ফটকে আটক রেখেছে কারারক্ষীরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় এ ঘটনা ঘটে।
অনৈতিক ভাবে তিন কারারক্ষীকে রেঞ্জারের বাইরে বদলিসহ জেলারের নানা অনিয়মের অভিযোগে তাকে আটকে রাখে কারারক্ষীরা।
বিকাল ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছেন। জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া আন্দোলনরত কারারক্ষীদের ডিউটি থেকে বিরত করেন। অস্ত্র জমা নিয়ে নেন।
নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান, আজ সকাল থেকে আগের জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারণে খাগড়াছড়ি কারাগারে দায়িত্ব হস্তান্তর করেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া সম্পর্কে জানতে বৈঠক করছেন জেলা প্রশাসকের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আন্দোলনকারী কারারক্ষীদের দাবি তাদের হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাহার করে প্রয়োজনে বিভাগীয় বদলি করা হোক।
এ ঘটনায় কারাগার এলাকায় গণমাধ্যম কর্মীসহ উৎসুক জনতা ও আইনশৃঙ্লাবাহিনীর ভিড় লক্ষ করা যায়।