ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বৃহৎ জুমার নামাজ। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টায় খুতবা শুরু করেন তিনি।
এর আগে মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমার মুখপাত্র মোহাম্মদ সায়েম জানান, বৃহৎ জুমার নামাজ উপলক্ষে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
এদিন সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ ও মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দোয়া মোনাজাতে অংশ নেন তারা। এ সময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।
ইজতেমার বৃহৎ জুমা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, অন্তত সাত হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মাধ্যমে পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা তদারকি, সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে ময়দান এলাকা পর্যবেক্ষণ, নৌ-হেলিকপ্টার টহলের মাধ্যমে ময়দান এলাকার নজরদারিসহ নানা প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, এবার সংলগ্ন মহাসড়কে যানবাহন কোনো প্রকার নিয়ন্ত্রণ করা হবে না। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে। যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়।
আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।