বাসের ধাক্কায় গেল নানি-নাতনির প্রাণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/ddd.jpg)
দিনাজপুরের কাহারোলে বাসের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)।
জানা গেছে, রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তাঁর মেয়ে ও নাতনিকে নিয়ে অটোরিশকায় করে শহরের রামনগর হিরাহার গ্রামে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল মোড়ের অদূরে বাসের ধাক্কায় অটোরিকশা কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।