ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
ন্যূনতম সংস্কার শেষে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। এটার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। প্রায় চারঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন। বিকেল তিনটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এটি কমিশনের প্রথম বৈঠক।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন। এবারের দ্বিতীয় বৈঠক। এবারের সভায় তিনি সংস্কার যে প্রয়োজন বা প্রয়োজনীয়তা সে বিষয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে ও একটু ঐকমত্যের চেষ্টা করা হবে। এটা নিয়ে আজকে প্রাথমিক আলোচনা ও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন। আমরা পরিষ্কার করে বলেছি আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচন।
আজকের আলোচনা শুধু ইন্ট্রোডাকশন। আজকের বৈঠকটি একটি পরিচিতির ব্যাপার ছিল বলে জানান বিএনপির এই নেতা।
বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।