‘শেখ হাসিনা দেশকে গণতন্ত্রহীন করেছে’

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, শেখ হাসিনা ফাসিস্ট। সে যে ছাত্রদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, শ্রমজীবীদের প্রতি অত্যাচার করেছে; হেলিকপ্টার থেকে, বিল্ডিংয়ের ওপর থেকে গুলি চালিয়েছে, তা আজ প্রমাণিত।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল পৌরবাজারের একটি রেস্তোরাঁর অডিটোরিয়ামে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তাজুল ইসলাম এসব কথা বলেন।
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি বলেন, এই সমাজ ঘুনে ধরা সমাজ। আমাদেরকে এই সমাজকে ঠিক পথে আনতে কাজ করতে হবে। হাসিনা দেশকে গণতন্ত্রহীন করেছে, বিশ্ববাজারে আমাদের নাগরিকদের মূল্য কমিয়েছে। দীর্ঘ দিন একটা ফ্যাসিস্ট দল দেশকে লুটেপুটে খেয়েছে।
প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরামের উপদেষ্টা আবুল বারাকাতের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুন রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মো. মোরতাজা, চাটখিল প্রেসক্লাবের সেক্রেটারি মামুন হোসেন, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন ও আরিফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফরহাদ প্রমুখ।