কুয়েট ক্যাম্পাসের প্রকৃত ঘটনা ব্যাখ্যা করল ছাত্রদল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ দেওয়া হয়।
কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সই করা বিজ্ঞপ্তিতে ছাত্রদল উল্লেখ করে, ‘তিন দিন আগে কুয়েট ক্যাম্পাসের পাশেই ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করে। তার প্রতিবাদে আজ কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ডে শিবির মিছিল করার ঘোষণা দেয় ও মিছিল করছিল। ওই সময় মিছিলের সামনে দিয়ে কুয়েটের তিন শিক্ষার্থী যারা ছাত্রদলের সমর্থক ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলেন। তখন মিছিলকারীরা ছাত্রদলের তিনজনকে কোনো কারণ ছাড়াই মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। একপর্যায়ে তাদের বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয়দের সঙ্গে শিবির ও বৈবিছায়াদের সংঘর্ষ হয়। এতে সেখানে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় লোক আহত হয় বলে শুনেছি।’
ওই পোস্টে আরও বলা হয়, ‘কুয়েটে শিবির ও বৈবিছায়ার কমিটি থাকলেও ছাত্রদলের কমিটি নেই।
আপনারা সেখানে ছাত্ররাজনীতি চালাবেন আর ছাত্রদল চালালে বাধা দেবেন! কেন রে ভাই! একচোখ কানা নাকি আপনাদের? নাকি আন্ধা হয়ে গেছেন?’