রামেক ছাত্রদলের সভাপতি নূর ইসলাম, সম্পাদক রীমন আলী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে নূর ইসলামকে সভাপতি ও রীমন আলীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রোববার (২৩ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মানসিফ তাহসিন, সহসভাপতি আমরি মীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানীফা হানীফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস সাদিক ও মো. রোবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং বারিন্দ মেডিকেল কলেজ ছাত্রদলের ২৫ সদস্য বিশিষ্ট কমিটিও প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল।