নেত্রকোনায় ফিরছেন বাবর, উৎসবে মাতোয়ারা জনপদ

দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর। আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে ফিরবেন তিনি।
রাজনীতির মঞ্চে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নেত্রকোনা-৪ আসনে শক্ত অবস্থান তৈরি করেন লুৎফুজ্জামান বাবর। চারদলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান ও সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান।
১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোনা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।
নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে পা রাখবেন বাবর—এ খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভাটি বাংলা।
বাবরের স্বজন ও অনুসারীরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে চাচাতো ভাই পাভেল মীর্জা বলেন, ‘ভাই শিগগিরই গ্রামের বাড়িতে আসছেন। আমরা তাকে বরণ করতে প্রহর গুনছি।’
মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল হাসান রাকিব বলেন, বাবর আমাদের জনপদের গণ মানুষের নেতা। নেত্রকোনার মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন বলেন, বাবর ভাই ফিরছেন এটা আমাদের পরম পাওয়া। বাবর আমাদের হাওরাঞ্চলের প্রাণ। তাকে ফিরে পেতে মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস বিরাজ করছে।