বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনা, মারধরে বরের চাচা নিহত

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে মারধরে বরের চাচা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন—কামাল বেপারী (৪৫)। তিনি ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, ‘কামাল বেপারীর ভাতিজা সুমন বেপারীর বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ে উপলক্ষে বাড়ির সবাই উচ্চ শব্দে গান-বাজনা করে আনন্দ উল্লাস করছিল। রাত ১১টার দিকে প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারীর সঙ্গে কামালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কামালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। কামাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।’
মাহবুবুর রহমান আরও বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’