কউক ও স্থানীয় প্রশাসন একত্রে কাজ না করলে কক্সবাজারের উন্নয়ন সম্ভব না : নুরুদ্দিন আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী ও এনটিভির পরিচালক মো. নুরুদ্দিন আহমেদ বলেছেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন যতদিন একত্রে কাজ না করবে, ততদিন কক্সবাজারের উন্নয়ন সম্ভব না। আমরা সচেতন না হলে কিছু হবে না, আমরা সচেতন হলেই কক্সবাজার আরও সুন্দর হবে।’
কক্সবাজারের কলাতলি উস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ‘পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয় ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা এবং ট্রাভেল-টুরিজম ফেস্টিভ্যাল-২০২৫ ও ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মো. নুরুদ্দিন আহমেদ এসব কথা বলেন।
টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি) এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিত্রনায়ক জাহাঙ্গীর আলম, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম, টিজেএফবির সভাপতি রেদুয়ান খন্দকার, সালাম মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম বলেন, নানাভাবে অন্যদের উৎসাহিত করতে হবে যাতে পর্যটন কেন্দ্রগুলোতে আকৃষ্ট হয়। মাঝেমধ্যে কিছু বিঘ্ন ঘটে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন ট্যুরিজম ক্ষতির সম্মুখীন হয়। সর্বোপরি, কক্সবাজারের পর্যটন স্পটগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা দরকার।
অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ সাদী-উজ জামান।
আলোচকরা কক্সবাজারের পর্যটন উন্নয়নে মেরিন ড্রাইভ সড়ককে ফোর লাইন করার পরামর্শ দেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।