জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা উচিত : মীর নেওয়াজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, রমজান আসতে না আসতেই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জনগণ হতাশ। জনগণের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা উচিত।
আজ শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণে রাখার দাবিতে নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি, সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ও তাদের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত ও নিষ্পেষিত আমরা বিএনপির নেতাকর্মীরাই হয়েছি। একেক সময় একেক তকমা লাগিয়ে গুম ও হত্যা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ যারা ক্ষমতায় আছেন, তাদের উচিত, দেশের জনগণের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।
মীর নেওয়াজ আরও বলেন, পবিত্র রমজান মাসে দেশে সব জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যায়। এবারও একই অবস্থা বিরাজমান। রমজন আসতে না আসতে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জনগণ হতাশ। তাই সাধারণ হতদরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে দ্রব্যমূল্য ক্রয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাই।
সমাবেশে জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ, সংগঠনের মহাসচিব সরোয়ার হোসেন রুবেল, পল্লবী থানা যুবদলের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।
এর আগে পুরান ঢাকায় বিএনপিনেতাদের সঙ্গে এক আলোচনায় মীর নেওয়াজ বলেন, শেখ হাসিনার শাসনামলে মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপিনেতাকর্মীদের ওপর নির্যাতন-অত্যাচার হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা এখনও তারা বয়ে বেড়াচ্ছে। এগুলো প্রত্যাহার হয়নি।
সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জাতীয় নির্বাচন দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাবে।