ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা এখন পর্যন্ত। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
‘ছাত্রদের দলের (জাতীয় নাগরিক পার্টি) কথা নিশ্চয় শুনেছেন। তারা জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করার দাবি জানিয়েছেন’ এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করলে এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বির্তকের মধ্যে যেতে পারব না। সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে।
ঐকমত্য কমিশনের প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় লাগলে, তাদের সুপারিশের যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করতে তো অনেক সময় লাগবে। সে ক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে কি না? জানতে চাইলে সিইসি বলেন, কোনো ধরনোর সুপারিশ আসে না। ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য না এটি বলতে পারব না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।