নতুন মামলায় আনিসুল, শাজাহান খানসহ গ্রেপ্তার দেখানো হলো নয়জনকে

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ নয়জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন।
যেসব মামলায় গ্রেপ্তার
আনিসুল হক, শাজাহান খান, আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। খিলগাঁওয়ে হত্যাচেষ্টা ও পল্টন থানার হত্যা মামলায় সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে, মিরপুর থানার হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
অপরদিকে, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।