গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে গতকাল বুধবার দিনগত রাতে আগুনের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৫ মার্চ) দিনগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিস এ খবর জানতে পারে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আট ইউনিট চেষ্টা করে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোরে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনায়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আনায়ারুল ইসলাম বলেন, আট ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।