সারজিস-শাকিলের অনুসারীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুসারী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলের অনুসারীরা একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সারজিসের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর হামলা করেছে আহমেদ শাকিলের অনুসারীরা। আর শাকিলের অনুসারীদের অভিযোগ, তাদের ওপর হামলা করেছে সারজিসের অনুসারীরা।
এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, গতকাল রাতে থানায় গিয়ে উভয় পক্ষই উভয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েন সারজিস আলম, এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কেউ কেউ দাবি করেন, ‘সাধারণ শিক্ষার্থীরা’ সারজিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
বুধবার (৫ মার্চ) দিনগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব নিয়ে কথা বলেন সারজিস আলম।
ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, পাল্টাপাল্টি অভিযোগ করা দুই গ্রুপই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একটি শোডাউনকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। সারজিস আলমের অনুসারীরা রাতে আহমেদ শাকিলের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। অন্যদিকে সারজিসের অনুসারীদের বিরুদ্ধে শাকিলের অনুসারীরা হামলার অভিযোগ করেছেন। একই সঙ্গে তাদের ফোন ও টাকা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন।
সারজিস আলম গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় যান। তিনি তিন ঘণ্টা ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ’খানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আহমেদ শাকিলের অনুসারীরা শোডাউন করতে করতে বিভিন্ন স্লোগান দেন। সে সময় সারজিসের অনুসারীরা এগিয়ে গেলে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।