দেখা হলেই মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কারো সাথে দেখা হলে আগে মানুষ শরীর-পরিবারের খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায়, নির্বাচন কবে হবে।’
শনিবার (৮ মার্চ) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা)।
দুদু বলেন, কারো সাথে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজখবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’
দুদু আরও বলেন, ২৪ এর মহাপ্লাবনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি। স্বাধীনতা তো মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের অধিকারের কথা। আমরা স্বাধীনতার পর দেখেছি অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।’
‘আমরা যেন আবার একক কর্তৃত্বের মধ্যে না পড়ি’ সবাইকে এ কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, ‘শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু সে ঠিকই পালিয়েছে।’
ডেজার সভাপতি প্রকৌশলী মো. রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কসহ সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। এছাড়া প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মো. মাঈনউদ্দিন, মো. ইসমাঈল হোসেন বিদ্যুৎ প্রমুখ।