জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ

জুলাই-আগস্টের বিপ্লবে আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন- দেশটির বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম।
শনিবার (৮ মার্চ) সকাল থেকে এই দুই বিশেষজ্ঞ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিচ্ছেন। আগামীকাল রোববারও আহতদের চিকিৎসা দেবেন, একই সঙ্গে যাদের প্রয়োজন অপারেশন করবেন।
এ বিষয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম জানান, রোগীদের একেকজনের একেক সমস্যা। এখানকার চিকিৎসকরা ভালো চিকিৎসা দিয়েছেন। এখানে বড় সমস্যা দেখছি, রোগীরা অনেক কিছু বোঝে না, বুঝতেও চায় না। আমরা তাদের বিষয়গুলো কাউন্সেলিং করার চেষ্টা করছি।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, জুলাই বিপ্লবে আহত চক্ষু রোগীদের আমরা আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আবার অনেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সিঙ্গাপুর থেকে চিকিৎসক এনেও এখানে দেখিয়েছি। আজ যুক্তরাজ্য থেকে দুজন চিকিৎসক এসে দেখছেন। আগামীকালও তারা দেখবেন। আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এসব রোগীরা সর্বোচ্চ সেবা পাক।