পল্লবী থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা, চার যুবক আটক

রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১০ মার্চ) দিনগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে।
এতে থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির আহত হন।
এ সময় হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমসহ (২৩) চার যুবককে আটক করে পুলিশ।
আটকের পর ফাহিম জানায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছেন। পরে ওই তিনজনকেও থানায় আনা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহত অবস্থায় এএসআই মো. নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায়, তার আঙুল ভেঙে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।