থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় তার বাবাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শুভ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রতন আলী (৩৭) একই গ্রামের বাসিন্দা। একই গ্রামের যুবক শুভর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন তিনি।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বুলবুলি খাতুন বলেন, ‘কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার সময় শুভ আমার মেয়েকে ইভটিজিং করে আসছে। এ ঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।’
বুলবুলি খাতুন আরও বলেন, ‘বৃহস্পতিবার মেয়ের বাবা মসজিদে তারাবিহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভসহ তার লোকজন হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা অভিযোগ দায়ের না করার জন্য হুমকি দিচ্ছে শুভর পরিবার।’
অভিযোগের বিষয়ে জানতে শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।