কোটালীপাড়ায় আলোচিত খুন ও ডাকাতির ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে দন্ত্য চিকিৎসক পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদার (২২) কে হত্যা করে তার বাড়িতে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ মার্চ দুপুরে দন্ত্যচিকিৎসক পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হত্যা করে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি খুন ও ডাকাতির মামলা দায়ের করেন।
এই মামলা দায়েরের পরে কোটালীপাড়া থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে। এই মামলায় সামিউল শেখ (৩৫) ও মোর্শেদ আলম ওরফে কামালকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আরেক আসামি শওকত আলী ভূইয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। সামিউল শেখের বাড়ি উপজেলার চৌরখুলী গ্রামে। অপর দুজন মোর্শেদ আলম ওরফে কামাল ও শওকত আলী ভূইয়ার বাড়ি তিলবাড়ি গ্রামে।
আবুল কালাম আজাদ আরও বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামি এই খুন ও ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনার সাথে আরও কেউ জড়িত কিনা এমন এক প্রশ্নের জবাবে ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা আপাতত আর কারও নাম প্রকাশ করছি না।
উল্লেখ্য, গত ১১ মার্চ সকালে লাখিরপাড় গ্রামের দন্ত্যচিকিৎসক পল মজুমদার ও তার স্ত্রী গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের নার্স অনিতা বৈদ্য প্রতিদিনের মতো তাদের স্ব স্ব কর্মস্থলে চলে যায়। এ সময় এই দম্পতির একমাত্র ছেলে পিয়াস মজুমদার বাড়িতে ছিল। এ সুযোগে পিয়াসকে খুন করে ডাকাতরা বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।