চট্টগ্রামে যুবদল কর্মী খুন

চট্টগ্রামের রাউজানের হলদিয়ায় কমর উদ্দিন টিটু (৩৭) নামে এক যুবদল কর্মী খুন হয়েছেন। গতকাল শনিবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে আমীর হাট বাজারে এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কমর উদ্দিন ওই ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মনুপেঠান তালুকদার বাড়ির বাসিন্দা।
কমর উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটান। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এসে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের সঙ্গে চলাফেরা করতে থাকেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আমীরহাট সবজি বাজার এলাকায় আওয়ামী লীগের ব্যানার টাঙিয়ে রাখা নিয়ে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। তার ওপর কয়েকজন চড়াও হয়ে কিল–ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শাহ সুন্দর কাজল বলেন, ‘আমাদের ইউনিয়নে সক্রিয় কর্মী কমর উদ্দিন টিটু। বিএনপি নামধারী বিগত সরকারের দোসর কিশোর গ্যাং টিটুকে হত্যা করেছে। আমি তাদের বিচার দাবি করছি।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলমা ভূইয়া বলেন, ‘হলদিয়া একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।’