বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক মো. শরিয়ত উল্লাহ্ আবেদনটি আমলে নিয়ে আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। আবেদন শুনানির সময় বাদীপক্ষে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা শুনানিতে অংশগ্রহণ করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, নিহত মন্টু দাসের মেয়েকে ধর্ষণে সহায়তা করায় গ্রেপ্তার হওয়া ধর্ষণকারী শ্রীজিতের বাবা শ্রীরাম চন্দ্র রায় (ছিদাম), কালু ও রফিককে হত্যা মামলায় শ্যেন অ্যারেস্ট দেখিয়ে আদালতে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ গভীর রাতে মুরগির দোকানের কর্মচারী মন্টু দাসের মরদেহ উদ্ধার ও এর আগে নিহতের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারটিকে সান্ত্বনা ও সহায়তা দিতে বরগুনায় ছুটে আসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।