ফাইনাল প্রফ পরীক্ষা পেছানোর দাবি শেবাচিম শিক্ষার্থীদের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) চূড়ান্ত পেশাগত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্লাস কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে, কিন্তু জুলাই মাসের আন্দোলনের কারণে প্রায় দেড় মাস একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। একই বছরে দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষা দিতে হয়েছে, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।
তারা বলছেন, এখন তারা ফাইনাল প্রফ পরীক্ষার সময় এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন নিয়ম-কানুনের কথা বলছে, যা পূর্ববর্তী সময়ে মানা হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।
শিক্ষার্থীদের দাবি, তাদের ফাইনাল প্রফ পরীক্ষা জুলাই মাসে নিতে হবে। অন্যথায় তারা ন্যায়সঙ্গত আন্দোলনে যেতে বাধ্য হবেন।