টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী বলেন, সকালে হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর পাওয়া যায়। এ বিষয়টি জানতে পেরে পাশের নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করার সময় মরদেহটি পাইপের ভেতর দেখতে পাওয়া যায়। হাসপাতালের নাকি বহিরাগত কেউ নবজাতককে এভাবে ফেলে গেছে- বোঝা যাচ্ছে না। পরে পুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।